নতুন ফেনী ডেস্ক>>
ফিরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোর মা বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশানে তার কার্যালয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী। তবে কার্যালয়ের গেট না খোলায় মিনিট পাঁচেক অবস্থানের পর প্রধানমন্ত্রীর গাড়িবহর ফিরে যায়।
শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরাফাত রহমান কোকোর। সন্ধ্যা নাগাদ ঘোষণা আসে প্রধানমন্ত্রী আসছেন গত ৩ জানুয়ারি থেকে নিজের কার্যালয়ে অবস্থান নেওয়া খালেদা জিয়াকে সমবেদনা জানাতে। কিন্তু প্রধানমন্ত্রী আসার খানিক আগে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আসার সময় পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান শিমুল বিশ্বাস। এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী আসেন। তার গাড়ি বহর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পৌঁছায় রাত ৮টা ৩৫ মিনিটে। দুই সিনিয়র মন্ত্রী তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু আগেই সেখানে উপস্থিত হন। কার্যালয়ের সামনে পৌঁছে গাড়ি থেকে নেমে কয়েক কদম এগিয়েও যান প্রধানমন্ত্রী। কিন্তু গেট বন্ধ থাকায় শেষ তক ফিরে যায় তার গাড়ি বহর
সম্পাদনা: আরএইচ







