ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়নপুর গ্রামের মৌলভী বাজারে আলেক উল্যাহ নামে এক ভুয়া ডাক্তারকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনিরুজজামান এই আদেশ দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনিরুজজামান জানান, আলেক উল্যাহ কোন ডিগ্রি অর্জন না করে প্রশিক্ষন ছাড়া নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন হাতুড়ে চিকিৎসা দিয়ে আসছিলো। তার অপ-চিকিৎসায় ওই এলাকার বহু লোক ক্ষতিগ্রস্থ হয়ে মৃত্যুর মুখে পড়েছে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত তার চেম্বারে হানা দেয়। এসময় সে কোন ধরণের কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয়। অপচিকিৎসায়, জালিয়াতি ও প্রতারণার অপরাধে বিচারক তাকে এক বছরের কারাদন্ডের আদেশ দেন। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আলেক উল্যাহ নয়নপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
এ সময় দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদনাঃ আরএইচ/ এনজেটি







