শহর প্রতিনিধি>>
হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কটুক্তিকারী ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র জুয়েল চন্দ্র দাসসহ তিন শিক্ষার্থীকে বহিস্কার করেছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই তিন ছাত্রের বিরুদ্ধে এ সিদ্ধান্তের খবর জানায় ইনস্টিটিউট প্রশাসন ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ওই ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসন ঘটনা তদন্ত করতে ৫ সদস্যের কমিটি গঠন করে। ওই কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিলে তাদের তিনজনকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবেদনে বলা হয় সম্প্রতি গ্রাম্য ছেলে শামীম’ নামের ফেসবুক আইডিতে সম্প্রতি প্রধান বিচারপতি শপথপ্রাপ্ত এসকে সিনহাকে নিয়ে স্ট্যাটাস দেয়া হয়। ওই স্ট্যাটাসে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক বিভাগের ৬ষ্ঠ বর্ষের ছাত্র জুয়েল চন্দ্র দাস হযরত মুহাম্মদ (সা:) কে ‘লেংড়া মোহাম্মদ’ উল্লেখ করে কটুক্তিকর মন্তব্য করেন। তার ওই কমেন্টসকে সমর্থন জানিয়ে দুই সহপাঠি সালাহ উদ্দিন শামীম ও আবদুল কুদ্দুসও মন্তব্য করেন। এ ঘটনায় গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মঞ্জুরুল আলম তাদের বহিস্কারের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
মহানবী (সা:) নিয়ে কটুক্তির করায় ফেনী পলিটেকনিকের ৩ শিক্ষার্থী বহিস্কার
