দাগনভূঞা প্রতিনিধি>>
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও ৩৬ ঘন্টা হরতালের প্রতিবাদে দাগনভূঞায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। সোমবার পৌর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলের উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হক রাশেদ মহাজন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, সাধারণ সম্পাদক রবিউল হাসান রাকিব, পৌর ছাত্রলীগ সভাপতি শামছুদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মনির হোসেন, ইকবাল কলেজ ছাত্রলীগ সভাপতি আল রাশেদ ভূঞা ও সাধারণ সম্পাদক রহমত উল্যাহ রায়হানসহ প্রমূখ।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল
