ফেনীর দাগনভূঞায় মোটর সাইকেল দূর্ঘটনায় মনিরুল ইবনে তাজুল ইসলাম এমরান (৩৮) নামে প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার মাতুভূঞা বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত এমরান কাতারস্থ বৃটিশ আমেরিকান টোবাকোর এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এমরান মাতুভূঞা ইউনিয়নের তাজু মাষ্টারের বাড়ীর তাজুল ইসলামের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান, দুপুর ১২টার দিকে এমরান মোটর সাইকেল চালিয়ে মাতুভূঞা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মাতুভূঞা বাজারে একটি ঔষধ কোম্পানির গাড়ীর সাথে মোটর সাইকেলের সংঘর্ষ ঘটলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। গত একমাস আগে তিনি দেশে আসেন। তার তিন ছেলে মেয়ে রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোটর সাইকেল দূর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি








