ফেনীতে বই উৎসবের মাধ্যমে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। বুধবার সকালে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছেমন আরা বেগমের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার কাজী মো. ছলিম উল্লাহ, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা।

এর আগে অতিথিরা ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারী পাইলট প্রাথমিক বিদ্যালয়, ফেনী সেন্ট্রাল হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। উৎসবে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একইদিন ফেনীর ফুলগাজী হাসানপুর শাহ আলম চৌধুরী হাই স্কুল এন্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদ চেয়াম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, ছাগলনাইয়া পাইল উচ্চ বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, সোনাগাজী ছাবের মো. পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।

উল্লেখ্য, এবার ফেনীতে ১ হাজার ৩শ’ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ লাখ ৪ হাজার ৬শ’ ২৩ জন শিক্ষার্থীর মাঝে ৩৩ লাখ ২৬ হাজার ৬শ’ ৫১টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হবে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি/এইচআর







