বালিগাঁও ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সহ-সভাপতি মোস্তফা মুনির হত্যা মামলার অন্যতম ২ আসামীকে আটকের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫টি স্পটে রাস্তায় ব্যারিকেড দিয়েছে সরকার দলীয় কর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুনির হত্যা মামলার আসামী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন মেম্বার ও যুবলীগ নেতা জয়নাল আবেদিনকে আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছে সরকার দলীয়রা। রাত ৮ টার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী, লালপুল, মহিপাল, সোনাগাজী সড়কের নতুন বাজার সহ বেশ কয়েকটি জায়গায় ব্যারিকেড দেয়। দীর্ঘ ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকায় মহা সড়কে অন্তত ২০ কিলোমিটারের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁিড়র ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান ব্যারিকেটের তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার সন্ধায় বালিগাঁও ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী কামাল হোসেন ও সাবেক ইউপি মেম্বার জয়নাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশ এঘটনায় কাউকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করতে পারেনি
সম্পাদনা: আরএইচ/এনতে