মিরসরাই প্রতিনিধি>>
মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ১০জন শ্রমিক আহত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলার জোরারগঞ্জ থানার বিএসআরএম গেইটে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় নির্মিতব্য বিএসআরএম কারখানায় ইট-বালি সরবারহের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান নাজিম এন্টার প্রাইজ। ওয়ার্ক অর্ডার অনুযায়ী সোমবার সকালে নাজিম এন্টার প্রাইজের শ্রমিকরা কারখানায় মালামাল (ইট বালি) দিতে গেলে তাদের ৩০-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র হাতে শ্রমিকদের উপর হামলা চালায়। এসময় মো. জামশেদ আলম ( ২৭), মো. ফিরোজ (২০), মো. তুহিন (২২), মো. শহিদ (২৭), মো. আজাদ (২৩), জাবেদ হোসেন (২০), মো. টুটুলসহ ১০জন আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ও মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফিরোজ ও তুহিনের অবস্থা আশংকাজনক।
ঠিকাদারী প্রতিষ্ঠান নাজিম এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী নাজিম উদ্দিন বলেন, সোমবার সকালে ৮টি ইট বোঝাই ট্রাক বিএসআরএম কারখানার ভেতরে ঢুকতে চাইলে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিনের নির্দেশে ও স্থানীয় সন্ত্রাসী শাহীনের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী ট্রাকগুলো আটকে দেয়। এসময় শ্রমিকরা ট্রাক আটকানোর কারণ জানতে চাইলে তাদের দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলায় তার ১০ শ্রমিক আহত হয়।
এ ব্যাপারে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন বলেন, আমার নির্দেশে নাজিমের শ্রমিকদের উপর হামলার বিষয়টি সত্য নয়। উল্টো নাজিমের লোকজন শাহীনদের উপর হামলা করেছে।
এ ব্যাপারে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে দোষিদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদনা: আরএইচ
মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ১০ শ্রমিক আহত
