“কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাগাজীতে ৪২তম জাতীয় বিঙ্গান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার ৩০ নভেম্বর বিকালে সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি মডেল হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনি আক্তার।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার বেল্লাল হোসাইন।
কোভিড-১৯ এর কারনে তিনদিন ব্যাপী প্রোগ্রামকে সীমিত করে একদিনেই সকল অনুষ্ঠান সম্পন্ন করে কর্তৃপক্ষ। বিজ্ঞান মেলায় সোনাগাজী সরকারী কলেজ, বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি মডেল পাইলট হাইস্কুল, সোনাগাজী বালিকা পাইলট হাইস্কুল, সোনাগাজী আল হেলাল একাডেমী, মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়, কুঠিরহাট বিষ্ণুপুর হাইস্কুল,আমিবারাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজ, সোনাপুর হাজী এমএসহক উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
সম্পাদনা:আরএইচ/এইচআর







