ফেনীর দাগনভূঞাঁ পৌরসভা নির্বাচনে গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পর পর দুটি কককেট বিস্ফোরণ হয়েছে। এঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (১৬জানুযারী) সকাল ১০ টার দিকে এ ঘটনা পৌরসভার গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় দায়িত্বে থাকা আরিফুল নামের এক আনসার সদস্য আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা। এছাড়াও ভোট কেন্দ্রের পাশে তারেক হোসেন ও সুজন নামের দুজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
টেবিল ল্যাম্প প্রতিকের প্রার্থী কামরুল ইসলাম ক্লাইব বলেন তাকে অবরুদ্ধ করে রেখেছিলো উট পাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা।
জিয়াউল হক হক নামের আরেক প্রার্থী জানান এ কেন্দ্রের আশপাশে অস্ত্রের মহড়া চলছে।
সুরুজ মিয়া মিয়া নামের এক ভোটার জানান, তাকে মেরেছে, তার বাবা মাকে মেরেছে।
কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, কেন্দ্রের পেছন থেকে দুর্বৃত্তরা ককটেল ছোটে।
প্রিজাইডিং অফিসার গোফরান উদ্দিন বলেন, ঘটনার পর আইনশৃংখলা রক্ষাবাহিনির সদস্যদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়েছে।
সম্পাদনা:আরএইচ/এইচআর







