ফেনীর ফুলগাজীতে ডাকাতিকালে অস্ত্রসহ হাতেনাতে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আনন্দপুর গতিয়া ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গতকাল রাত ৩টার দিকে ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের আনন্দপুর গতিয়া ব্রিজের উপর রাস্তায় কলাগাছ ফেলে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতি করতে থাকে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছলে ডাকাত দল ব্রিজের নিচে পানিতে ঝাপ দেয়। পরে ব্রিজের নিচে কচুরি পানার আড়ালে লুকিয়ে থাকা সাইফুল ইসলাম (৩০) ও তাজুল ইসলাম (২৯) নামে দুজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি দা, ১টি চাপাতি, ১টি রিভলবার ও ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ফুলগাজী উপজেলার দ. আনন্দপুর কাজী বাড়ির আবদুল জব্বারের ছেলে ও মো. তাজল ইসলাম কুমিল্লা মুরাদনগর সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের ফিরোজ মেম্বার বাড়ির মৃত ফুল মিয়ার ছেলে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কুতুব উদ্দিন ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে এর আগে ৪টি মামলা ও তাজুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। তাদের আদালতের মাধ্যম কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।







