দাগনভূঞা প্রতিনিধি>>
উচ্চ আদালতের রায় উপেক্ষা করে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর গ্রামে গোলাপ রহমান (৭০) নামে এক শ্রবণ প্রতিবন্ধির ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে তার ছোট ভাই মোঃ ইলিয়াছের বিরুদ্ধে।
অভিযোগনামা ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, গোলাপ রহমান ১৯৯১ সালে তার পিতা আলী আহম্মদের কাছ থেকে সাফ কবলায় ইয়াকুবপুর মৌজার ৭৯৩ দাগের ১৭ শতাংশ সম্পত্তি খরিদ করে। এতে তার ছোট ভাই ইলিয়াছ ইষান্বিত হয়ে উক্ত সম্পত্তি নিজের বলে দাবী করে জোরপূর্বক দখল করে নেয়। এবং ১৯৯৪ ও ২০০৮ সালে ইলিয়াছ বাদী হয়ে গোলপ রহমানকে বিবাদী করে দাগনভূঞা থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। পরে কোর্ট মামলাগুলো মিথ্যা বলে খারিজ করে দিলে ইলিয়াছ জোরপূর্বক ওই সম্পত্তি দখল করে নেয়। দখলকৃত সম্পত্তি উদ্ধারের জন্য গোলাপ রহমান স্থানীয় ইউপি সদস্য ও সমাজবাসীর নিকট দারস্থ হলে সমাজবাসী মীমাংসার লক্ষে উভয়পক্ষকে নিয়ে শালীসি বৈঠকের ডাক দেয়। শালীসি বৈঠকে উক্ত সম্পত্তি গোলাপ রহমানের তাই তাকে তার সম্পত্তি বুঝিয়ে দেয়ার জন্য ইলিয়াছ কে বললেও তারা শালীসি বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে জায়গা দখল করে রাখে। পরে গোলাপ রহমান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিলে চেয়ারম্যান উভয়পক্ষকে হাজির হওয়ার জন্য তারিখ নির্ধারন করে দেয়। কিন্তু নির্ধারিত তারিখে ইলিয়াছ ও তার পরিবারের কেউ ইউনিয়ন পরিষদে হাজির হননী। সর্বশেষ বিগত ২০১২ সালে সম্পত্তি নিজের দাবী করে ইলিয়াছ বাদী হয়ে গোলাপ রহমানকে বিবাদী করে ফেনীর সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করে। আদালত গোলাপ রহমানের পক্ষে রায় শুনানী দেয়। পরে বাদীপক্ষ উক্ত রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে মহামান্য হাইকোর্ট ২০১২ সালের জুলাই মাসের ০৭ তারিখে গোলাপ রহমানের পক্ষে রায় দেয়।
রায় পক্ষে থাকলেও প্রাননাশের ভয়ে নিজ সম্পত্তি দখল নিতে পারছেনা প্রতিবন্ধি গোলাপ রহমান।
এদিকে গত ১লা মার্চ ওই জায়গায় গরু রাখাকে কেন্দ্র করে ইলিযাছের স্ত্রী শাহেনা আক্তার, ছেলে ইছমাইল, মেয়ে শারমনি আক্তার, জামাতা ফরহাদ ও শ্যালিকা মনিসহ গোলাপ রহমান কে কুপিয়ে, তার স্ত্রী ফিরোজা খাতুন ও মেয়ে বিবি কুলসুমকে পিটিয়ে আহত করে। এঘটনায় বিবি কুলসুম বাদী হয়ে ফেনীর ম্যাজিষ্ট্রেট কোর্ট আদালতে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। ওই মামলায় বর্তমানে আসামীদের নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেও এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনী। এমতাবস্থায় প্রতিবন্ধি গোলাপ রহমান তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় বসবাস করছেন। তার নজি সম্পত্তি ফিরে পেতে তিনি উপরোস্থ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ সেলিম ও সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌস আরা বেগম জানান, দলিলাদী ও মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী উক্ত সম্পত্তির মালিক গোলাপ রহমান। সমাজের শালীসি বৈঠকে ওই সম্পত্তি গোলাপ রহমানকে ছেড়ে দেয়ার জন্য ইলিয়াছকে বলা হয়েছে। কিন্তু তারা সমাজের কোন শালীস বিচার না মেনে জোরপূর্বক ওই সম্পত্তি দখল করে আছে। তাদের হাতে লাঞ্চিত হওয়ার ভয়ে কেউ তাদের বিরুদ্ধে কিছু বলতে অস্বীকৃতি জানায়।
এই বিষয়ে ইলিয়াছের মেয়ে শারমিন আক্তার জানান, উক্ত সম্পত্তি আমাদের তাই আমরা ওই সম্পত্তি দখলে আছি। কোর্টের রায় সম্পর্কে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।
সম্পাদনা: এনকে/ইআর
দাগনভূঞায় প্রতিবন্ধির জমি দখলের অভিযোগ







