শহর প্রতিনিধি>>
আগামী ১৬ মে ফেনী জেলা ছাত্রলীগের সম্মেলনের দিন ধার্য্য করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে শনিবার রাতে ফেনী পৌরসভাস্থ সদর উপজেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল হক জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বি.কম, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রমূখ। সভায় ফেনীর ৬ উপজেলা, সরকারী কলেজ ও পৌরসভাসহ ৮টি সাংগঠনিক ইউনিটের সভাপতি-সম্পাদক, আহবায়ক-সদস্য সচিববৃন্দসহ জেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে র্বসম্মত ভাবে আগামী ১৬ মে জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ সভার সমাপ্তি করা হয়।
সম্পাদনা: এনকে
১৬ মে ফেনী জেলা ছাত্রলীগের সম্মেলন







