ছাগলনাইয়া প্রতিনিধি>>
কর্তৃপক্ষের অবহেলায় ছাগলনাইয়া পৌরসভার বর্জ্যে মৃত্যুর মুখে রাস্তার পাশে কয়েক শ’ সরকারী গাছ। দূষিত হচ্ছে পরিবেশ। অথচ এ নিয়ে কারো মাথা ব্যাথা নেই। স্থানীয়রা জানান, পৌর কর্তৃপক্ষকে বার বার অবহিত করার পরও কোন পদক্ষেপ নেয়নি। তাদের দাবী দ্রুত কর্তৃপক্ষ রাস্তার পাশে বর্জ্য না ফেলে পরিকল্পিত ভাবে কাজটি করলে পরিবেশ দূষণ রোধ সম্ভব হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের সুবেদারী রাস্তার মাথা সংলগ্ন দক্ষিণ মটুয়া ব্রীজের পাশে দীর্ঘদিন যাবৎ পৌরসভার বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা এনে এখানে স্তুপ করে রাখে। কখনো এসব ময়লায় আগুন ধরিয়ে দেয় তারা। এতে করে যাতায়াতের পথে সাধারণ যাত্রী ও আশপাশের এলাকার মানুষ বিষাক্ত ধোঁয়া ও দূর্গন্ধে মারাত্মক ক্ষতি হচ্ছে। একদিকে যানবাহন চালক ও যাত্রীরা দূর্ভোগের শিকার হচ্ছে সমানভাবে।
অন্যদিকে দেখার কেউ না থাকায় আগুনে জ্বলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে সরকারী গাছগুলো। কিন্তু পরিবেশ ও বন কর্মকর্তারা বিষয়টি দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছেন। এ ব্যাপারে একাধিক চালক ও যাত্রী বলেন, আমরা অনেক আতংকের মধ্যে চলাচল করছি। না জানি কখন আগুনে জ্বলে যাওয়া গাছগুলো ভেঙ্গে গাড়ীর উপর পড়ে দূর্ঘটনার শিকার হই।
এ বিষয়ে ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোঃ আলমগীর বিএ নতুন ফেনী’কে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
পৌরসভার বর্জ্যে মৃত্যুর মুখে কয়েক শ’ গাছ







