মিরসরাই প্রতিনিধি>>
মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের ফখরুদ্দীনের বাড়িতে এঘটনা ঘটে। এসময় ডাকাতরা চার পরিবারের ২৫ ভরি স্বর্ণ, আড়াই লাখ টাকা নিয়ে যায়।
ফখরুদ্দীনের ছোট ভাই নিজাম উদ্দিন জানান, ডাকাতদল পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। ঘরের দরজা না খোলায় গ্রিলের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এসময় তার বড় ভাই ফখরুদ্দীন বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাতœক জখম করে। পরে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ও আত্মীয় সাগরকেও ডাকাতরা কুপিয়ে জখম করে। ডাকাতরা চার পরিবারের ২৫ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়। পরে আহতদের আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জোরারগঞ্জ থানায় পরিদর্শক লিয়াকত আলী জানান, এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদনা: আরএইচ/এমইউ
মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে ডাকাতি







