নিজস্ব প্রতিনিধি>>
সারা দেশের মত ফেনীতেও ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এই কম্পন অনুভূত হয়। মিনিট খানেক স্থায়ী থাকে সে কম্পন। ভূমিকম্পে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও শহরের এসএসকে সড়কের ইসলামপুর রাস্তান মাথায় নয় তলা বিশিষ্ট শাহ আলম টাওরের তিন তলায় ফাটল দেখা গেছে।
জানা যায়, ভূমিকম্প অনুভূত হওয়ার পর থেকে মানুষজন বাসাবাড়ি থেকে বের হয়ে বাইরে অবস্থান নেন। শহরের ট্রাংক রোড়, এসএসকে সড়কের আশপাশের ভবনগুলো থেকে মানুষ বের হয়ে রাস্তায় অবস্থান নেয়। শহরশহ পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে শহরের এসএসকে সড়কের শহা আলম টাওয়ারে ফাটলে খবর ছড়িয়ে পড়লে ফায়ার সাভিসের সদস্যরা, পৌর সভার দায়িত্বপ্রাপ্ত কমকতারা উপস্থিত হন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ এনামুল হক ঘটনাস্থলে পৌছে ববনটি সিলগালা করে দেয়। এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নিবাহী অফিসার েপিকেএম এনামুল হক।
আবহাওয়া অধিদপ্তর জানায় এই ভূমিকম্পের উৎপত্তি হয় নেপালের পোখারায়। নিমিষেই তা ভারত ও বাংলাদেশজুড়ে ছড়িয়ে যায়। ইউএস জিএস’র তথ্য বলছে ভারত ও নেপালেও ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫।
সম্পাদনা: আরএইচ







