শহর প্রতিনিধি>>
ফিরোজপুর ও লক্ষীপুওে দুই কলেজ শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ফেনীতে কর্মবিরতী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে ফেনী সরকারি কলেজে বি.সি.এস সাধারণ শিক্ষা সমিতি ফেনী কলেজ ইউনিট এ কর্মসূচী পালন করে। মানববন্ধনে কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ ও উপাধ্যক্ষ প্রফেসর মহিউদ্দীন চৌধুরীসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এইচএসসি পরীক্ষা চলাকালে ফিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোনতাজ উদ্দীনকে একই উপজেলার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) লাঞ্ছিত করে। অপরদিকে লক্ষীপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শাফী উদ্দীন রেজা মাহমুদকে লক্ষীপুরের ডিসির নির্দেশে ইউ.এন.ও কর্তৃক মধ্যযুগীয় কায়দায় লাঞ্ছিত ও অপমানিত করে। মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত সকল শিক্ষকগণ শিক্ষা ক্যাডারের মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সকল কর্মসূচী স্বতঃস্ফুর্তভাবে পালনের অঙ্গীকার করেন।
মানববন্ধন কর্মসূচীতে বি.সি.এস সাধারণ শিক্ষা সমিতির ফেনী কলেজ ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল চন্দ্র শীল ও ভারপ্রাপ্ত সম্পাদক হাবিবুর রহমান উক্ত দু’টি ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্পাদনা: আরএইচ







