শহর প্রতিনিধি>>
কৃষকদের মাঝে আউশ ধান চাষের আগ্রহ তৈরীর লক্ষ্যে ফেনীতে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, আগাছা দমন ও সেচ প্রদানে প্রণোদনা সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মো. শহীদ উল্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মো. সাইফ।
সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মতিউর রহমানসহ কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রতি নিরীখা চাষী বীজ ১০ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ও এমওপি ১০ কেজি সার, আগাছা দমনে ৪০০ এবং সেচ প্রদানে ৪০০ টাকা। অপরদিকে উফশী আউশ চাষী বীজ ৫ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ও এমওপি ১০ কেজি সার, সেচ প্রদানে ৪০০ টাকা পাবেন। অনুষ্ঠানে ৫৭৫জন কৃষকের মাঝে বীজ, সার ও নগদ অর্থ প্রদান করেন।
সম্পাদনা: আরএইচ/এনকে







