সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে গৃহবধূকে গুলি করে হত্যার অাসামী বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় সোনাগাজীর ডাকবাংলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ওই এলাকায় চালায় পুলিশ৷ এসময় বেলাল হোসেনকে অাটক করা হয়৷ আটককৃত বেলাল চর সাহবিকারী এলাকার শাহ আলমের ছেলে৷
সোনাগাজী থানার ওসি নবীর হোসেন তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, ৭মার্চ জায়গা জমির বিরোধের জের ধরে ট বিবি হাজেরা (৩৫) কে জসিম উদ্দিন ও বেলাল হোসেন সহ কয়েক জন সন্ত্রাসী গুলি করে হত্যা করে।নিহতে স্বামীর বাড়ি নোয়াখালীর কবির হাটে।
সম্পাদনা: আরএইচ