শহর প্রতিনিধি>>
ফেনীতে চালকদের দক্ষতা ও সচেনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জালাল সাইফুর রহমান।
অনুষ্ঠিত হয়। ফেনী জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইলিয়াছ ভূঁইয়া।
স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ ফেনী সার্কেল এর সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী,
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, ট্রাক-বাস শ্রমিক ইউনিয়ন ফেনী জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে ফেনী জেলার প্রায় ১৫০ পেশাজীবী গাড়ী চালকদের মাঝে প্রশিক্ষণ পরিচালনা করেন মোটরযান পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে চালকদের দক্ষতা ও সচেনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা







