সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের যুবলীগকর্মী তাজুল ইসলাম শাহদাত (২৮) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। সোমবার সাড়ে রাত ১০ ঘটিকার সময় কোম্পানী বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্র জানায়, ওইদিন রাতে কোম্পানী বাজার হতে বাড়ি যাওয়ার পথে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহাদাত হোসেন এর নেতৃত্বে একদল সন্ত্রাসি তাজুল ইসলাম শাহদাতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে মৃত ভেবে তারা শাহাদাতকে রেখে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। আহত শাহাদাতের পিতা ফেনী মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ছনুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মরন ছন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক জিন্না মেম্বার বলেন, আহত শাহাদাত যুবলীগের সক্রীয়কর্মী।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ বলেন, তিনি বিষয়টি শুনেছেন।
সম্পাদনা: অারএইচ







