ছাগলনাইয়া প্রতিনিধি>>
নতুন ফেনী’তে সংবাদ প্রকাশের পর দখল মুক্ত হলো ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন। বুধবার সকালে মিলনায়তনে রাখা ধানের বস্তা সরিয়ে নেয়া হয়।
জানা যায়, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ স্কুলের সভাপতি জাহাঙ্গীর আলম স্কুল মিলনায়তন দখল করে ২৪৫ ধানের বস্তা রেখে গুদাম তৈরী করেন। এ নিয়ে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসির মধ্যে ক্ষোভ বিরাজ করলেও তার ভয়ে কেউ মুখ খুলেনি। বিগত ২৫ মে “স্কুল মিলনায়তন দখল করে সভাপতির গোডাউন!” শীর্ষক সচিত্র প্রতিবেদন ‘অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনী’তে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের একদিন পর সরানো হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
অতপর দখলমুক্ত হলো স্কুল মিলনায়তন







