দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় ১৪ গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সোমবার রাতে উপজেলার রাজাপুর বাজারে এক গণ-মিলনায়তনে অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান ও দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন।
পল্লী বিদ্যুত সমিতি দাগনভূঞা জোনাল অফিসের ডিজিএম সরোয়ার জাহান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির পরিচালক ইসমাইল হোসেন লিটন, রাজাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার ১৪টি গ্রামে ৫১১ জন গ্রাহকের মাঝে বিদ্যুত সংযোগ বিতরণ ও রাজাপুর ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন এবং শতভাগ ওভারলোড ট্রান্সফরমার আপগ্রেড করণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
সম্পাদনা: আরএইচ
দাগনভূঞার ১৪ গ্রামে বিদ্যুৎ সংযোগ







