দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকের হোসেনকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গজারিয়া বাজার সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, ওই দিন রাতে উপজেলার ন্যশনাল হাসপাতালে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের অসুস্থ যুবলীগকর্মী মাসুদকে দেখতে যায় জাকের। পরে রাত ১১ টার দিকে বাড়ী ফেরার সময় উপজেলার গজারিয়া বাজার এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মুখোশধারী ৮ থেকে ১০ সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। তার শোর-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক জানায় তার মাথায় গুরুতর জখম রয়েছে। সে পৌরসভার ৬ নং ওয়ার্ড’র নুর মোহাম্মদ মৌলভী বাড়ীর ওবায়দুল হকের ছেলে।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় আহত যাকের হোসেন।
দাগনভূঞা থানার পরিদর্শক আসলাম উদ্দিন বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: অঅরএইচ
দাগনভূঞায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম







