সোনাগাজী প্রতিনিধি>>
পিতার সাথে অভিমান করে পারভেজ নামের এক যুবক আতœহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার বিকাল ৪টায় সোনাগাজী উপজেলার মজলিশপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, চরমজলিশপুর ইউনিয়নের উত্তর বিঞ্চবপুর গ্রামের মো. পারভেজ (২০) বিকালে ব্যাক্তিগত প্রয়োজনে তার পিতা মোহাম্মদ ই¯্রাফিলের কাছে ১শ টাকা চায়। তার পিতা টাকা না দিয়ে উল্টো বকুনীদিলে পারভেজ অভিমান করে। এক পর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: এনকে
সোনাগাজীতে পিতার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
