শহর প্রতিনিধি>>
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব অসহায় ও দু:স্থ্য মানুষের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করেছে। মঙ্গলবার ফেনী পৌরসভার সুলতানপুরের গোলপবাগ এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটা: আবদুল আউয়াল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী এসিস্ট্যান্ট গভর্নর রোটা: পিপি মোস্তফা আজিজুল মুনির। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্লাবের সেক্রেটারী রোটা: মহিম উদ্দিন পৃথিবী , ভাইস প্রেসিডেন্ট রোটা: মো: হানিফ মজুমদার মিন্টু ও রোটা: মিয়া মো:করিমুল হক, রোটা: সৈয়দ জহির জহির উদ্দিন আকবর শিপন, রোটা: আবদুল আলীম সোহাগ, রোটা: তোফায়েল আহাম্মদ ভূঁইয়া লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: এনকে
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র ঈদ সামগ্রী বিতরণ







