নুসরাত হত্যা: কান্না থামছে না স্বজনদের
কান্না থামছে না অগ্নিদগ্ধে নিহত মাদরাসাছাত্রী নুসরাতের স্বজনরা। সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের কবরের পাশে অঝোরে কেঁদেই চলেছেন ছোট ভাই রাশেদুল হাসান রায়হান। বুক থাপড়িয়ে ‘বোন কাকে ডাকবো’ বলে বার বার বেহুস হচ্ছেন তিনি। বাড়ীতে বড় ভাই মাহমুদুল হাসান নোমান, বাবা একেএম মুসা মানিক ও মা শিরিন আক্তারের কোন হুসই নেই। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাশ ভারি হয়ে উঠছে।
এর আগে শুক্রবার জুমাআর নামায শেষে পরিবারের স্বজনসহ এলাকাবাসী নুসরাত জাহান রাফির কবর ...








