যেতে যেতে পথে গাঙ্গচিলদের সাথে
সেন্টমার্টিন যাওয়ার পথে সবচেয়ে মনোরম দৃশ্য হলো জাহাজ চলার সাথে সাথে গাঙ্গচিলদের উড়ে চলা । জীবনে একবারই গিয়েছিলাম নীল সাগরের দ্বীপে। সেন্টমার্টিনের উদ্দেশে প্রতিদিন যে কয়টি জাহাজ ছাড়ে, সবগুলো একই সময়ে ছাড়ে আবার বিকেল সাড়ে ৩টায় ফিরে আসে। জাহাজে আমাদের আসন ছিলো একদম উপরের তলায়। সবচেয়ে মজার বিষয়- এই তলা পুরোটা খোলা ছিলো। অর্থাৎ জানালা দিয়ে প্রকৃতি দেখতে হবে না, সরাসরি দেখা যাবে। জাহাজের সামনে-পেছনে, ডান-বাম উভয় পাশ থেকে সবকিছু ...











