চ্যানেল আই ক্ষুদে গানরাজে গ্র্যান্ড অডিশন চান্স পেয়েছে ফেনীর মেয়ে রাজশ্রী
নিজস্ব প্রতিনিধি>>
চ্যানেল আই ক্ষুদে গানরাজে গ্র্যান্ড অডিশনে চান্স পেয়েছে ফেনী স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী রাজশ্রী বণিক মোহর। সে স্টার লাইন স্কুলের সিনিয়র শিক্ষক রুমী সাহা’র মেয়ে।
রাজশ্রীর পিতা শুভরাজ বণিক জানান, গত ১৭ ডিসেম্বর চ্যানেল আই ক্ষুদে গানরাজের চট্টগ্রাম বিভাগীয় অডিশনে রাজশ্রী অংশ নেয়। ওই প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রাউন্ডে সে কোয়ালিফাই হওয়ায় ঢাকায় গ্র্যান্ড অডিশনের অংশ নেয়ার সুযোগ লাভ করে। গ্র্যান্ড অডিশনে রাজশ্রী আইকন হবে বলে আশাবাদ ...













