ফেনী জেলা কারাগারে ধারণক্ষমতার ৫ গুণের বেশি বন্দি
নুর উল্লাহ কায়সার >>
ফেনী জেলা কারাগারে বর্তমানে ধারণক্ষমতার পাঁচ গুণেরও অধিক বন্দি রয়েছেন। এতে কারাগারের যাবতীয় ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ। অপ্রতুল স্থান ও অন্যান্য সুবিধার অভাবে বিভিন্ন ছোঁয়াছে রোগে আক্রান্ত হচ্ছেন এখানকার বন্দিরা।
জানা যায়, ফেনী জেলা কারাগারের ধারণক্ষমতা ১৭২ জন। কিন্তু এর বিপরীতে এখানে বন্দি রয়েছেন ৮৯৭ জন। এতে চরম মানবেতর জীবন যাপন করছেন এখানকার বন্দিরা। এদিকে জেলায় ৩১ কোটি টাকা ব্যয়ে নতুন জেলা কারাগার নির্মাণের ...













