ফেনীর ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাঁও ইয়ুথ সোসাইটির ১৪ তম নির্বাচন এবং ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনটির সদস্যদের স্বতঃস্ফুর্তভাবে ভোটদানের মাধ্যমে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক নজরুল বিন মাহমুদুল, সাধারণ সম্পাদক মেহেদি হাসান ও কোষাধ্যক্ষ ইকবাল হোসেন।

শুক্রবার বিকালে শহরের একটি রেস্টুরেন্টে উক্ত নির্বাচন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। বালিগাঁও ইয়ুথ সোসাইটির উপদেষ্টা ও দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক নুর উল্লাহ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের ফেনী জেলা প্রতিনিধি এবং ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম। সংগঠনটির সদ্য সাবেক সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির সাবেক সভাপতি আবদুল ওহাব ভূঞা রিয়াদ, শহীদুল ইসলাম পাটোয়ারী, সাহাব উদ্দিন ভূঞা ও সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি আবদুল ওহাব ভূঞা রিয়াদ ও মো: ইস্রাফিল হোসেন। অনুষ্ঠানে ২০২১ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় মধুয়াই উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন ও আফতাববিবি ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে ২ জন এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য; আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে হবে বলে জানা যায়।







