এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে জেলাওয়ারী ফলাফলের শীর্ষে অবস্থান করছে ফেনী। এ জেলার ১শ’ ৮১টি বিদ্যালয় থেকে ১৪ হাজার ২শ’ ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১২ হাজার ৫শ’ ৫৫ জন পাশ করে। শতকরা হিসাবে জেলায় পাশের হার ৮৮.১৫ শতাংশ। এবার জেলায় ৮শ’ ৮২ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। রোববার কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।
তিনি আরো জানান, জেলায় ১৪টি বিদ্যালয় শতভাগ পাশ করার কৃতিত্ব অর্জন করেছে। এদের মধ্যে ফেনী সদরে ৫টি, ছাগলনাইয়ায় ৫টি, পরশুরামে ২টি, ফুলগাজীতে ১টি ও দাগনভূঞায় ১টি বিদ্যালয় রয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, শতভাগ পাশ করা বিদ্যালয় গুলোর মধ্যে ফেনী সদরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, হকদি উচ্চ বিদ্যালয়, মেহেদী-সাঈদি পৌর বিদ্যানিকেতন ও প্রগতি বালিকা বিদ্যানিকেতন। ছাগলনাইয়াতে ছাগলনাইয়া একাডেমী, জাহান আরা উচ্চ বিদ্যালয়, বাথানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়, সোলেমা নজির উচ্চ বিদ্যালয় ও আমিন নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়। পরশুরামে চিথলিয়া নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কেতরাঙ্গা উচ্চ বিদ্যালয়। দাগনভূঞায় সুলতানা মেমোরিয়াল গার্লস হাইস্কুল ও ফুলগাজীর রাহাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়।
খোঁজ নিয়ে জানা যায়, এবার এসএসসিতে জেলায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ সবার শীর্ষে অবস্থান করছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ অর্জন করেন। ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে এবার ৩৫৫ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩৫১ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৬৫ জন। ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৯৫ জন পরীক্ষায় অংশ নিয়ে একজন অনুপস্থিত থাকায় ২৯৪ জন পাশ করে। এখানে ১৪৫ জন জিপিএ-৫ অর্জন করে। শহরের শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজে এবার ৩৯৮জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩৮৩জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। জিপিএ-৫ অর্জন করে ৯২ জন শিক্ষার্থী। ফেনী সেল্ট্রাল হাই স্কুলে এবার ৫৯৬ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৫৭৭ জন পাশ করে ও ৬৮জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মুনিম খান মজলিস ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বরাবরের মতোই ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবারো শতভাগ জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে। তিনি এ জন্য সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিম উল্যাহ জানান, এবার ফেনী জেলা সর্বোচ্চ ৮৮.১৫ শতাংশ পাশ করে বোর্ডের শীর্ষ স্থানে অবস্থান করছে। এছাড়াও ফেনীতে ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। তবে এবার জেলায় একজনও পাশ করেনি এমন বিদ্যালয় নেই।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







