ফেনীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সর্ব শ্রেনীর ব্যক্তিকে যে কোন মূল্যে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেলা মনিটরিং কর্তৃপক্ষ প্রয়োজনে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল সাইফ আজমিন, জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, জেলা সিভিল সার্জন মোঃ সাজ্জাদ হোসেন, পৌর মেয়র হাজি আলাউদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রধান।
এসময় অন্যান্যের মাঝে কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি উপ-অধিনায়ক মেজর জামান, কুমিল্লা সেনানিবাস ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক মেজর ইশতিয়াক, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মন্জুরুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা; এনকে/আরএইচ







