ফেনীর দাগনভূঞা ও ছাগলনাইয়া পৌরসভাসহ ৮টি এলাকায় লকডাউন ঘোষণা করার জন্য অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামানকে পত্র প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত একটি পত্রে দুটি পৌরসভা, ৩টি ইউনিয়ন ও ফেনী পৌর এলাকার ৩টি মহল্লা লকডাউন করতে এ অনুরোধ জানানো হয়েছে।
জানা যায়, ফেনীতে দিন দিন করোনা শনাক্তের হার ভয়াবহ আকারে বাড়ছে। জেলার বেশিরভাগ এলাকায় এ সংক্রমণের হার কিছুটা কম হলেও শহরের ডাক্তার পাড়া ও রামপুরসহ কয়েকটি পৌর এলাকায় এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফেনী জেলাকে আক্রান্তের হারের দিক থেকে রেড জোন ঘোষণা করা হলে বিষয়টিতে নতুন দুশ্চিন্তা যোগ হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জেলা সিভিল সার্জন জেলা প্রশাসককে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের সুপারিশক্রমে ফেনীর ৮টি এলাকায় লকডাউন ঘোষণার অনুরোধ জানানো হয়। এলাকাগুলো হচ্ছে ফেনী পৌরসভার ডাক্তার পাড়া, রামপুর ও শান্তি কোম্পানী সড়ক। দাগনভূঞা পৌরসভা ও ছাগলনাইয়া পৌরসভা, দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন, রাজাপুর ইউনিয়নের নাম লকডাউন প্রস্তাবনায় রয়েছে।
সম্পাদনা: এনকে/আরএইচ







