ফেনীতে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়ালো। সোমবার নতুন করে আরো ১৯জন আক্রান্তের মধ্যদিয়ে এ সংখ্যা এসে দাঁড়ালো ৫১৪ জনে।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, ফেনীতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও একই পরিবারের ৫ জনসহ নতুন করে ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ৩ জন, ফুলগাজী ৯জন, পরশুরাম ৪জন ও সোনাগাজীতে ৩ জন।
সূত্র জানায়, সোমবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগারে ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫টি দ্বিতীয় নমুনাসহ ২৪টি পজেটিভ আসে। এ পর্যন্ত ৩ হাজার ৮ শ’ ১ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ পরীক্ষাগারে প্রেরণ করা হলে ২ হাজার ৮শ’ ৫৫ জনের প্রতিবেদন আসে। হাসপাতালের আইসোলেশনে ১৯ জন চিকিৎসাধীন।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ শ’ ১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১শ’ ১৯ জন। আর মৃত্যু হয়েছে ১১ জনের।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







