নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার ও কম্পিউটার নিরাপত্তা দিবস পালিত হয়েছে। বুধকবার শহরের ড. সেলিম আলদীন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক।
প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহেরের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফসার ভূঁঞা। জেলা পরিষদের সেলিম আল-দীন মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি জহিরুল ইসলাম। এতে সাইবার নিরাপত্তা বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করেন সিসিএ ফাউন্ডেশনের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মেহেদী হাসান। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সিসিএ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক কাজী মুস্তাফিজ।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে ৩০ নভেম্বর ‘কম্পিউটার নিরাপত্তা দিবস’ হিসেবে বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে। দেশে প্রথমবারের মতো ফেনীতে দিবসটি পালন করা হয়।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার








