নতুন ফেনী ডেস্ক>>
বৈধ চ্যানেলে বিদেশে থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে উৎসাহিত করতে রুপালী ব্যাংক ফেনীর ফাজিলপুর ব্রাঞ্চে গ্রাহক সমাবেশ করেছে মানি ট্রান্সপার কোম্পানী ট্রান্সফাস্ট। “আনন্দ পৌঁছে যাক ট্রান্সফাস্টের সাথে” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রুপালী ব্যাংক ফাজিলপুর ব্রাঞ্চ ব্যবস্থাপক প্রিয়তোষ বিশ্বাসের সভপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রুপালী ব্যাংকের ফেনী এরিয়া অফিসের এজিএম মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন ট্রান্সফাস্টের নোয়াখালী ও ফেনী অঞ্চলের টেরিটরি এক্সিকিউটিভ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে ট্রান্সফাস্টের উপকারভোগী গ্রাহকরা ছাড়াও স্থানীয় গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে অবৈধ্য প্রন্থা ‘হুন্ডি’ আশ্রয় নিতে অনুৎসাহিত করেন। এবং বলেন, এটি দেশের জন্যও ক্ষতিকর আবার নিজের বৈধ টাকাও এর মাধ্যমে অবৈধ হয়ে যায়। টাকা পাঠানোর ক্ষেত্রে যদি বৈধ চ্যানেল ব্যবহার করা হয় তাহলে দেশ উপকৃত হবে এবং নিজের সাদা টাকা সাদাই থাকবে, কালো হবেনা। আর এ সেবাটি দ্রুত সময়ে স্বল্পমূলে দিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানি ট্রান্সপার কোম্পানী ট্রান্সফাস্ট।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে রুপালী ব্যাংকে ট্রান্সফাস্ট’র রেমিটেন্স গ্রাহক সমাবেশ
