ফেনীর ফুলগাজী জিএমহাটে দুই দিন ব্যাপি ওয়ালটন পন্যের কিস্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্হানীয় বাজার উন্নয়ন কমিটির সভাপতি নুরুল আমিন কিস্তি মেলা উদ্বোধন করেন।
ওয়ালটন প্লাজা ফেনী একাডেমি রোড শাখার উদ্যোগে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন পন্য প্রদর্শন করা হয়। ম্যানেজার সাজেদুল ইসলামের সভাপতিত্বে কিস্তি মেলায় বক্তব্য রাখেন, জিএমহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাছির উদ্দিন শিপন, ওয়ালটন ফেনী জোনের ক্রেডিট মনিটর মো.ফাহিম রেজা প্রমুখ।
ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, ওয়ালটন পন্যের গুনগুত মান খুবি টেকসই ও নিখুঁত। মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এখন কিস্তির মেলায় সুলভ মুল্যে বাজারজাত করা হচ্ছে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন পন্য ঘুরে দেখেন।
সম্পাদনা: আরএইচ/এসইউ







