সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে যাত্রা শুরু করেছে ইমাম অনলাইন শপ। রাজশাহীর ফরমালিন মুক্ত আম সরবরাহের মধ্যদিয়ে শপটির যাত্রা শুরু করলেও বর্তমানের এটিতে বহুমুখি সেবা সংযুক্ত হয়েছে। সঠিক সময়ে নির্ভেজাল পণ্য সরবরাহ করে শপটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।
সম্পূর্ন অনলাইন ভিত্তিক এ শপটিতে মৌসুমী বিভিন্ন ফল-ফলাদির সাথে ক্রমান্বয়ে নিত্য প্রয়োজনীয় সব ধরণের পণ্য সন্নিবেশিত হবে। বর্তমানে শপটিতে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের অম্রপলি, হাড়িভাঙ্গা, হিম সাগর, ল্যাংড়াসহ সব জাতের ফরমালিন মুক্ত আম ক্রেতার দৌরগোড়া পৌছে দিচ্ছে। এছাড়াও সুন্দর বনের খাঁটি মধু, কালোজিরার তৈল, কাঠ বাদামসহ বেশ কিছু পণ্য কিনতে পারবেন।

এ বিষয়ে উদ্যোক্তা ইমাম উদ্দিন জানান, আমাদের চেষ্টা থাকবে ক্রেতাদের সঠিক মানের পণ্য নির্দিষ্ট সময়ে তাদের হতে পৌঁছে দেয়া। ই-কমার্স ব্যবসায় বিশ্বাস একটি মুখ্য বিনিয়োগ আমরা সে কাজটি ধরে রাখার চেষ্টা করছি।
তিনি আরো জানান, বর্তমানে শপটিতে কিছুপণ্য পাওয়া গেলেও করোনা পরিস্থিতি কেটে গেলে সবধরণের পণ্য নিয়ে এটি সাজানো হবে। যে কোন পণ্য কিনতে আমাদের ফেসবুক পেইজে ক্লিক করুন।
সম্পানা: আরএইচ/এনজেটি







