ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার পদে অধিক সংখ্যক ভোট পেয়ে মির হোসেন মিরু নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ভোট গনণা শেষে বিজয়ীর নাম ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খাজুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে মির হোসেন মিরু ৫শ’ ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী তালা প্রতীক নিয়ে নুরুল আলম মজুমদার রিপন পান ৪শ’ ১০ ভোট। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬শ’ ৫০ জন।

এর আগে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রে পর্যান্ত নিরাপত্তা ব্যবস্থাসহ গোটা এলাকায় র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ওই ওয়ার্ডের ইপি সদস্য একেএম বেলাল হোসেন মজুমদার সড়ক দূর্ঘটনায় মারা যান। এতে ওয়ার্ডটির সদস্যপদ শূন্য হয়ে যায়।
সম্পাদনা: আরএইচ/এসআইএম







