ফুলগাজী উপজেলার হাসানপুর শাহ আলম চৌধুরী হাই স্কুল এন্ড কলেজে বই উৎসব পালিত হয়েছে। বুধবার সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন পাঠ্য বই তুলে দেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
অনুষ্ঠানে দৈনিক অজেয় বাংলা সম্পাদক ও বিটিভি ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ, হাসানপুর শাহ আলম চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজাদ চৌধুরী, বিদ্যালয়ের পিটিএ সদস্য ও ইউপি সদস্য আক্রাম হোসেন সেলিম, আনন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল বারী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি রতন চৌধুরী বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন হাসানপুর শাহ আলম চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম চৌধুরী।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







