ফেনীর দাগনভূঞা উপজেলার দরবেশের হাটে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বিকালে ওই বাজারের রহমানিয়া, রুহামা ও মোহনের মার্কেটে এ দূর্ঘটনায় অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেছে। তবে ফায়ার সার্ভিস বলছে এ ক্ষতির পরিমান ৭ লাখ টাকার মতো।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ দোকানমালিকরা জানায়, সোমবার ৩ টার দিকে মালেক ট্রেডার্সে আগুন লেগে যায়। ক্ষনিকের মধ্যেই ওই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১২টি দোকান ভস্মিভুত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ হয় আরো ৭/৮টি দোকানঘর।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের দেয়া হিসাব মতে, অগ্নিকান্ডে অন্তত ২০টি দোকানে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে জিহাদ ট্রেডার্সের ৭০ লাখ ও খালেক ট্রেডাসের ২২ লাখ টাকা রয়েছে। এছাড়াও মাঈন উদ্দিন ট্রেডার্সের ৩ লাখ, তালুকদার লাইটিংয়ের ৬ লাখ, সততা জুয়েলার্সের ৭ লাখ ৫০ হাজার, মিলনের কুলিং কর্ণারের ৫ লাখ, এজহারের পান দোকানের ৩০ হাজার, সেবা ফার্মেসির ১০ হাজার, শান্ত বেডিং ও অটোবীর ২৮ লাখ টাকা, ফারুক ডেকোরেটর ১১ লাখ টাকা, আবদুর রহিমের কম্পিউটার দোকানের ৮ লাখ, মায়ের দোয়া পুস্পবিতান ৩ লাখ, কামাল রেস্টুরেন্ট ১ লাখ, সফিকের পান দোকান ১০ হাজার, জসিম কুলিং কর্ণার ৩ লাখ, কাজী ইলেক্ট্রিক ৫ লাখ, আল আমীন স্টীল ৭ লাখ, বিসমিল্লাহ স্টীল ৫ লাখ, মফিজ বস্ত্র বিতান ৩ লাখ ও ক্রিয়েটিভ বস্ত্র বিতান ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছে।
ফায়ার সার্ভিসের ফেনীর স্টেশান মাস্টার রাশেদ বিন খালিদ জানান, খবর শুনে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। তাৎক্ষণিক পাওয়া হিসাব মতে দুটি মার্কেটের ১৫টি ক্ষতিগ্রস্থ দোকানের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খালেক ট্রেডার্সের শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান, স্থানীয় দরবেশের হাট ইউপি চেয়ারম্যান নুর নবীসহ ব্যবসায়ী নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় নারী উদ্যোক্তা ও মহিলা জাতীয় পার্টির নেত্রী ফারহানা আইরিন জানান, বেশ কিছুদিন যাবত দোকানপাঠ বন্ধ থাকায় এমনিতেই ব্যবসায়ীরা নানাভাবে ভুগছেন। এরমাঝে অগ্নিকান্ডে দোকানীদের নি:স্ব হওয়ার খবর তাদের কপালে দুশ্চিন্তা ভাজ ফেলেছে।
সম্পাদনা: এনকে/আরএইচ