ফুলগাজীতে মহান ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটিতে ফুলগাজী উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
একুশের প্রথম প্রহরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার, সহ-সভাপতি আবদুস সালাম ভূঞা, সাধারণ সম্পাদক হারুন মজুমদার, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সেলিম, নুরুল ইসলাম ও মঞ্জুরা আজিজসহ নেতাকর্মীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর উপজেলা প্রশাসনের দায়িত্বরতরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে উপজেলার সামাজিক সংগঠন গুলো পুষ্পস্তবক অর্পণ করে।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি







