ফেনী সদরে ১০ ইউপিতে থাকছেন নৌকার পুরান প্রার্থী – নতুন ফেনী ফেনী সদরে ১০ ইউপিতে থাকছেন নৌকার পুরান প্রার্থী – নতুন ফেনী
 ফেনী |
১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী সদরে ১০ ইউপিতে থাকছেন নৌকার পুরান প্রার্থী

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১২ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০২১

ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের প্রস্তাবনা প্রেরণের জন্য আওয়ামীলীগের তৃণমূল নেতাদের মাঝে ভোটাভোটি অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ভোটাভোটি শেষে ফেনী পৌরচত্বরে দলীয় নেতাকর্মীদের সামনে ফলাফল ঘোষণা করেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। ফলাফল ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ, সিনিয়র সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগের দলীয় নির্বাচন বোর্ডের আহবায়ক মাস্টার আলী হায়দার।
তৃণমূল আওয়ামীলীগের ফলাফল বিশ্লেষনে দেখা যায়, ১২ ইউনিয়নের ১০টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরাই ভোটাভোটিতে এগিয়ে রয়েছেন। তারা হচ্ছেন, পাঁচগাছিয়া ইউনিয়নে জানে আলম ভূঞা, ধর্মপুর ইউনিয়নে শাহাদাত হোসেন সাকা, কাজিরবাগে কাজী বুলবুল আহমেদ সোহাগ, বালিগাঁওতে মোজাম্মেল হক বাহার, ধলিয়ায় আনোয়ার আহাম্মদ মুন্সি, লেমুয়ায় মোশারফ হোসেন নাছিম, ছনুয়ায় করিম উল্যাহ বিকম, মোটবীতে হারুন অর রশীদ এলএলবি, ফাজিলপুরে মজিবুল হক রিপন ও ফরহাদনগরে মোশাররফ হোসেন টিপু।
এদিকে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদারকে হারিয়ে বিজয়ী হয়েছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম। তিনি তৃণমূলের ২০ ভোটের মাঝে ১৪ পেয়েছেন। অন্যদিকে বর্তমান চেয়ারম্যান দিদারুল ইসলাম দিদার মাত্র ৪ ভোট পেয়েছেন।

এছাড়াও ফেনী সদর উপজেলা সর্ববৃহৎ পাঁছগাছিয়া ইউনিয়ন। ২২টি গ্রাম নিয়ে গঠিত এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক দুইবার ইউপি চেয়ারম্যান থাকার পরও তৃণমূলে এসে ধরা খেয়েছেন। এ ইউনিয়নে জেলা পরিষদ সদস্য মাহবুবুল হক লিটন ২০ ভোটের মাঝে ১৩ ভোট পেয়েছেন লিটন। এর বিপরীতে মানিক পেয়েছেন মাত্র ৪ ভোট।

বিস্তারিত ফলাফলে দেখা যায়, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে সর্বাধিক ৭ ভোট পেয়েছেন বর্তমান চেয়ারম্যান জানে আলম ভূঞা, তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আবুল হাসেম ৬ ভোট, আবদুল আহাদ নয়ন ৫ ও সফিকুর রহমান পাটোয়ারী পেয়েছেন ২ ভোট।

পাঁচগাছিয়া ইউনিয়নে জেলা পরিষদ সদস্য মাহবুবুল হক লিটন সর্বোচ্চ ১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক ৪ ভোট, রাশেদুল ইসলাম, মহিউদ্দিন ও আবু সুফিয়ান পেয়েছেন ১ ভোট করে। ধর্মপুর ইউনিয়নে সর্বোচ্চ ১০ ভোট পেয়েছেন বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব এম জাফর উল্লাহ ৭ ভোট, ১ ভোট করে পেয়েছেন ফজলুল হক তালুকদার, মফিজ উদ্দিন মুন্না ও আবু বকর ছিদ্দিক সানি।
কাজিরবাগ ইউনিয়নে সর্বাধিক ৯ ভোট পেয়েছেন বর্তমান চেয়ারম্যান বুলবুল আহমেদ সোহাগ। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আবদুর রহমান রউপ ৬ ভোট ও লোকমান হোসেন ৫ ভোট পেয়েছেন।

কালিদহ ইউনিয়নে সর্বাধিক ১৪ ভোট পেয়েছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বর্তমান চেয়ারম্যান দিদারুল ইসলাম ৬ ভোট, ১ ভোট করে পেয়েছেন মশিউর রহমান ও কামাল মোর্শেদ।

বালিগাঁও ইউনিয়নে এককভাবে বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক বাহারকে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় তৃণমূলে বিজয়ী ঘোষণা করা হয়।

ধলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি সর্বাধিক ১০ ভোট পেয়েছেন। বাকী প্রার্থী মহিউদ্দিন, নুরুল আফছার সবুজ ও জোবায়ের শাহ রিমন পেয়েছেন ১ ভোট করে।

লেমুয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাছিম সর্বাধিক ১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব কামরুজ্জামান তালুকদার ৭ ভোট ও শিপন, দাউদ এবং নুরুল আমিন বাটলার ১ ভোট করে পেয়েছেন।

ছনুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান করিম উল্যাহ বিকম সর্বোচ্চ ১৭ ভোট পেয়েছেন। বাকী জমির উদ্দিন পেয়েছেন ১ ভোট।

মোটবী ইউনিয়নে সর্বোচ্চ ৮ ভোট পেয়েছেন বর্তমান চেয়ারম্যান হারুন অর রশীদ এলএলবি। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব রহিম উদ্দিন ৬ ভোট, মজিবুল হক সেলিম ৫ ভোট ও বেলাল হোসেন ১ ভোট পেয়েছেন।

ফাজিলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মজিবুল হক রিপন সর্বাধিক ১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন ৮ ভোট ও শাহ আলম পেয়েছেন ১ ভোট।

ফরহাদনগর ইউনিয়নে সর্বাধিক ১৫ ভোট পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আলাউদ্দিন জনি ৪ ভোট ও আলাউদ্দিন পেয়েছেন ১ ভোট।

নির্বাচন বোর্ডের সদস্য সচিব একে শহীদ উল্যাহ খোন্দকার জানান, ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হতে ৪৩ জন দলীয় মনোনয়ন বোর্ডের নিকট আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের নিকট প্রস্তাবনা প্রেরণের জন্য বুধবার বিকাল ৩টা থেকে রাত পর্যন্ত তৃণমূল নেতাদের মাঝে ভোটাভোটি অনুষ্ঠিত হয়।

তিনি জানান, প্রতিটি ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য আবেদনকারীদের স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গোপনে ভোট দেন। ২০টি ভোটের মাঝে সর্বাধিক ভোটে এগিয়ে থাকা ব্যক্তির নামে নৌকা প্রতীক বরাদ্ধের জন্য কেন্দ্রের নিকট প্রস্তাবনা প্রেরণ করবেন জেলা আওয়ামীলীগ।

 

 

 

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.
betsat betsat giriş betsat betsat giriş betsat betsat güncel giriş betsat giriş betsat betsat betsat giriş betsat betsat güncel giriş betsat giriş betsat betsat marsbahis giriş marsbahis marsbahis güncel giriş marsbahis giriş marsbahis marsbahis marsbahis marsbahis giriş marsbahis marsbahis güncel giriş marsbahis giriş marsbahis casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom meritking giriş güncel giriş meritking giriş giriş meritking giriş meritking güncel giriş meritking giriş meritking meritking sekabet giriş sekabet sekabet betebet betebet güncel giriş betebet giriş betebet betebet giriş betebet betebet giriş betebet betebet güncel giriş betebet giriş betebet betebet betebet güncel giriş betebet giriş betebet betebet giriş betebet betebet giriş betebet betebet güncel giriş betebet giriş betebet betebet iptv iptv satin al iptv satin al ip tv casibom casibom güncel giriş casibom giriş casibom casibom güncel giriş casibom giriş casibom casibom marsbahis marsbahis güncel giriş marsbahis giriş marsbahis onwin onwin güncel giriş onwin giriş onwin onwin onwin güncel giriş onwin giriş onwin padisahbet güncel giriş padisahbet giriş padisahbet padisahbet vdcasino güncel giriş vdcasino giriş vdcasino vdcasino casibom casibom güncel giriş casibom giriş casibom marsbahis marsbahis güncel giriş marsbahis giriş marsbahis casibom güncel giriş casibom giriş casibom casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom güncel giriş casibom giriş casibom casibom onwin onwin güncel giriş onwin giriş onwin onwin casibom casibom güncel giriş casibom giriş casibom marsbahis marsbahis giriş marsbahis marsbahis giriş marsbahis marsbahis onwin onwin güncel giriş onwin giriş onwin casibom güncel giriş casibom giriş casibom marsbahis giriş marsbahis marsbahis ip tv satin al ip tv casibom güncel giriş casibom giriş casibom jojobet jojobet giriş jojobet jojobet giriş jojobet jojobet marsbahis güncel giriş marsbahis giriş marsbahis casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom jojobet casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom jojobet jojobet güncel giriş jojobet giriş jojobet casibom güncel giriş casibom giriş casibom casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom casibom güncel giriş casibom giriş casibom jojobet jojobet güncel giriş jojobet giriş jojobet casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom preload imagepreload image