ফেনী |
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ৫৫ হাজার পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৭ অপরাহ্ণ, ১৪ মে ২০২০

ফেনীতে করোনায় কর্মহীন ৫৫ হাজার পরিবার পাবে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা। বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে হাজার টাকা করে এককালীন নগদ সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনফারেন্সে যুক্ত হন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, কুমিল্লা ২৮ মিডিয়াম রেজিমেন্টের আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল আসিফ আজমিন, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজামান প্রমুখ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ অংশ নেন।

অনুষ্ঠানে পাঁচজনকে এককালীন নগদ সহায়তা তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে ঈদের আগেই ৫৫ হাজার পরিবার প্রধানমন্ত্রীর নগদ সহায়তা পাবেন।

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.