চলমান পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন ত্রাণ বিতরণ করেছেন। গতকাল দিনভর তিনি বগাদানা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় ব্যক্তিদের ঘরে ঘরে ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন।
স্থানীয়রা জানান, ইউনিয়নের ৮০টি পরিবারের মাঝে যুবলীগ নেতা জামাল দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। এ সময় তার সাথে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন বগাদানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার হোসেন মোহাম্মদ আলমগীর, সহ-সভাপ্রতি মাহবুল হক মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম,সহ-সভাপ্রতি একরামুল হক, প্রচার সম্পাদক মো আবুল হাসান, সদস্য মো: শাহ আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম রুবেল, যুগ্ন-সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সহ-সম্পাদক মো.মাসুদ রানা, যুবলীগ নেতা নুর ইসলাম, নুর আলম, সাবেক ইউপি সদস্য মো হানিফসহ স্থানীয়রা।

যুবলীগ নেতা জামাল উদ্দিন নতুন ফেনীকে জানান, করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে সরকার জাতীয় স্বার্থে সকল পেশার ব্যক্তিকে নিজ নিজ ঘরে অবস্থান নিতে নির্দেশনা জারি করেছে। এমতাবস্থায় আয় রোজগার বন্ধ হয়ে যাওয়াতে নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় বগাদানা ইউনিয়নে নিম্ন আয়ের ব্যক্তিদের পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেন। আগামীতে আরো বৃহৎ পরিসরে তিনি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার আশা প্রকাশ করেছেন যুবলীগের এ নেতা।
সম্পাদনা: এনকে/আরএইচ







