ছাগলনাইয়ায় পঞ্চম দিনের মতো শেষ হয়েছে ‘মায়ার ভোজন’ কার্যক্রম। বৃহস্পতিবার উপজেলায় ভাসমান, কর্মহীন, হতদরিদ্র মানুষকে রাতের খাবার বিতরণ করেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম. মোস্তফা।
জানা যায়, করোনা পরিস্থিতিতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দুর্নিবার ‘মায়ার ভোজন’ নামে খাদ্য কর্মসূচি শুরু করে। বিগত পাঁচদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষকে খাদ্য দিয়ে সহযোগিতা করছে সংগঠনটি।
দুর্নিবারের এ কার্যক্রমের প্রশংসা করেন পৌর মেয়র মো. মোস্তফা। এ ধরণের কর্মসূচিতে ভবিষ্যতে পাশে থাকবেন। শুক্রবার থেকে তিনিও রাতে খাবার বিতরণ করবেন বলে জানান।
সংগঠনের প্রধান উদ্যোক্তা কামরুল জানান, ‘মায়ার ভোজন’ অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেয়ার চেষ্টার আজ ছিল ৫ দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও পাশে থাকার আহবান জানান।
তিনি জানান করোনায় মানবিক সংকটে থাকা মানুষদের জন্য এইটুক করতে পেরে বেশ ভাল লাগছে। এ সময় তিনি স্ব স্ব অবস্থান থেকে সবাইকে সবার পাশে দাঁড়ানোর আহবান জানান।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







