খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার নিশ্চিতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলন, বাংলাদেশ’র ফেনী জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাপ্তাহিক নির্ভীক সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিমকে আহবায়ক ও গাজী তারেক আজিজ সদস্য সচিব মনোনীত হয়েছেন। সোমবার সংগঠনের প্রধান নির্বাহী কামরুজ্জামান বাবলু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম আগামী ৫ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, ডা. আলাউদ্দীন মজুমদার, অধ্যাপক ড. আবু হেনা আবদুল আউয়াল, আজিজুল হক, লিয়াকত আলী আরমান, মাইন উদ্দীন পাটোয়ারী, সৈয়দ মনিরুল ইসলাম বাবু, সেলিম রেজা, মোহাম্মদ সেলিম ভুঞা ও ডা. হাকীম আবদুল্লাহ আল-হেলাল।
উল্লেখ্য, ভেজাল খাদ্য উৎপাদন, বিপণন প্রতিরোধ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি। (ঢাকা টাইমস্)
সম্পাদনা: এনকে/আরএইচ







