ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি, এটিএন নিউজ প্রতিনিধি ও দৈনিক ফেনী নির্বাহী সম্পাদক দিদারুল আলম সাধারন সম্পাদক এবং জাগো নিউজ প্রতিনিধি ও দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সবকটি পদে একক প্রার্থী থাকায় বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শাহজাহান সাজু সকল পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করেন। নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন সহ—সভাপতি এডভোকেট ইসমাঈল হোসেন সিরাজী (মসিমেলা), সহ— সাধারন সম্পাদক ওমর ফারুক (ইনকিলাব), দপ্তর ও প্রচার সম্পাদক তোফায়েল আহমদ নিলয় (মোহনা টিভি ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কৃষাণ মোশাররফ (দৈনিক ফেনীর সময়) এবং কার্যনির্বাহী সদস্যগণ হলেন আরিফুল আমিন রিজভী (বাসস ও দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম), আলী হায়দার মানিক (দৈনিক ফেনীর সময় ও দৈনিক নয়া শতাব্দী), এম এ জাফর (দৈনিক প্রভাত আলো ও দৈনিক বাংলাদেশের আলো)। এছাড়া সাধারন সদস্যগণ হলেন ওছমান হারুন মাহমুদ দুলাল (দৈনিক জনকন্ঠ/এনটিভি), শাহজালাল রতন (সমকাল), যতন মজুমদার (দৈনিক যুগান্তর) শুকদেব নাথ তপন (দৈনিক ভোরের কাগজ ও সাপ্তাহিক ফেনীর আলো), জহিরুল হক মিলু (একাত্তর টিভি), আবুল কাশেম চৌধুরী (বেতার ) ও মাইন উদ্দিন (দৈনিক স্টার লাইন)। ফলাফল ঘোষণাকালে নির্বাচন কমিশনের সদস্য প্রধান শিক্ষক আমির হোসেন ও তৌহিদুল ইসলাম তুহিনসহ ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত, সাধারণ সম্পাদক দিদার







