কানাডায় অনুষ্ঠিতব্য ১০৪ তম লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কনভেনশন-২০২২ মনট্রিল এ অংশগ্রহন করতে কানাডা যাচ্ছেন ফেনীর ছেলে লিও এস.এম আলা উদ্দিন ভূঁঞা আলো। তিনি আগামী ২০ জুন এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
সেখানে তিনি দি পিলাজ মনট্রিল কনভেনশন সেন্টার সম্মেলনের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করবেন। এছাড়াও ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের সাথে গালা ডিনারে অংশগ্রহণ করবেন ও কানাডায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
লিও এস.এম আলা উদ্দিন ভূঁঞা আলো লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি১ বাংলাদেশ এর লিও প্রেসিডেন্ট (২০২০-২১) হিসেবে দায়িত্ব পালন করেছেন। উক্ত সম্মেলনে তিনি ১০ সদস্য প্রতিনিধি দলের নেতৃ্ত্বে দিবেন এবং সম্মেলন শেষে আগামী ৩০ জুন টরোন্টো থেকে বাংলাদেশ এর উদ্দেশ্য কানাডা ত্যাগ করবেন।
তার গ্রামের বাড়ী ফেনী সদর উপজেলার শশর্দি ইউনিয়নের আবুপুর মেহের আলী ভূঁঞা বাড়ী। তিনি সকলের নিকট দোয়া কামনা করছেন।







